Zunayed Sabbir Ahmed

প্রজেকশন ম্যাপিং – এক অপটিক্যাল ইলিউশন প্রযুক্তির ব্রেকডাউন

প্রজেকশন ম্যাপিং – এক অপটিক্যাল ইলিউশন প্রযুক্তির ব্রেকডাউন

–  মনে করুন, সাদা রঙের একটা বিশাল দালানের সামনে আপনি দাঁড়ানো আছেন। 

–  সেই দালানের একটা ছবি আঁকলেন, সেই ছবিতে একটা ফুল বসিয়ে দিলেন কিংবা সামনে দিয়ে উড়ে যাওয়া কিছু পাখি।

– এবার কোনও এক জাদুবলে, সেই ছবিটাকে দালানের গায়ে মাপ মত বসিয়ে দিলেই দেখা যাবে দালানের গায়ে সেই ফুল, কিংবা দালানের সামনে দিয়ে উড়ে যাচ্ছে কিছু পাখি। 

জাদুবল? নাকি কয়েকটি শৈল্পিক ও কয়েকটি প্রযুক্তির সমন্বয়ে তৈরী জমকালো এফেক্ট?

দুই দশক আগে যাকে ডেভিড কপারফিল্ডের অজানা ম্যাজিক, যার বলে ভ্যানিশ হয়ে যায় আস্ত স্ট্যাচু অফ লিবার্টি, তা বিগত দশক ধরে বিশ্বজুড়ে নানা ভাবে প্রয়োগকৃত এক প্রযুক্তি, যার নাম প্রজেকশন ম্যাপিং

প্রজেকশন ম্যাপিং হচ্ছে এক ধরনের প্রজেকশন টেকনোলজি, যার মাধম্যে শক্তিশালী প্রজেক্টর ব্যাবহার করে বাস্তব জগতের কোনও ত্রিমাত্রিক বস্তুর গায়ে আনুসাঙ্গিক ছবি বা ভিডিও বিছিয়ে দিয়ে বাস্তব জগতে দৃষ্টিবিভ্রম (optical illusion) সৃষ্টি করার প্রযুক্তি। তার থেকে আরো এক ধাপ এগিয়ে, একটা বাস্তব বস্তু (হতে পারে একটা ইমারত বা দালান) এর উপর সেউ বস্তুর ত্রিমাত্রিক মডেলের ডিজিটাল ইমেজকে নিখুঁতভাবে প্রজেক্ট করে তার আকার-আকৃতির সাথে মিলিয়ে বসানোর প্রযুক্তির নাম থ্রিডি প্রজেকশন ম্যাপিং

টেকনিক্যাল ব্রেকডাউন

আবারও, একটা সাধারন উদাহরণ দিয়ে সহজ করে বলি- ধরি আমাদের সামনে একটা সাদা বাক্স পড়ে আছে। আর আমাদের কম্পিউটারে সেই বাক্সটার একটা ত্রিডি মডেল আছে। 

এবার সেই  বাক্সের থ্রিডি মডেলটা কম্পিউটার থেকে একটা প্রজেক্টর ব্যাবহার করে বাস্তবের সেই সাদা বাক্সের প্রজেক্ট করি, যেন প্রজেক্টর থেকে বিচ্ছুরিত হওয়া ছবিটি সেই বাক্সের আকৃতিকে হুবহু অনুসরণ করে।

এবার কম্পিউটারে থাকা মডেল’টাকে লাল রঙ করে দিলে, তার ছবি আমাদের সামনের বাক্সটার উপর প্রজেক্টেড হয়ে তা লাল রঙের একটা বাক্সে পরিণত হবে। বাক্সটার বাস্তবের রঙ এবং গঠন যতটা ম্যাট সাদা হবে, প্রজেক্টরের আলো ফেলে তৈরী তার ওপরের ছবিটা ততটাই ভালোভাবে ফুটে উঠবে। 

এবার আরেক ধাপ এগিয়ে, কম্পিউটারে থাকা সেই বাক্সের মডেলের ওপরে যদি অন্য কোনো অ্যানিমেশন ফেলা হয়, তবে সামনে থাকা সেই বাক্সটার গায়েও সে সব অ্যানিমেশন ভেসে উঠে বাক্সটির ওপর । 

আর, এবার জটিল করে যদি বলি, তবে সত্যিটাই বলা হবে, টেকনিক্যাল অংশটা একটি প্রায়োগিক ব্যাপার।

এখানে বেশ কিছু বিশেষায়িত শিল্প ও প্রযুক্তির যথাযথ সমন্বয় ঘটলে সর্বোচ্চ মানের প্রডাকশন তৈরী হয়।

  • আর্কিটেক্টার বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে অবগতি, শুরু থেকে শেষ পর্যন্ত প্রজেকশন ম্যাপিং এ নিখুঁত মাপ জানা, এবং মাপ অনুযায়ী সুচারুভাবে আগাগোড়া প্রডাকশন করা একান্ত আবশ্যক।
  • সিনেমটোগ্রাফি বা ফটোগ্রাফি সম্পর্কে ধারণা থাকা আবশ্যক। প্রজেক্টরের লেন্স, তার ফোকাল লেংথ, পার্স্পেক্টিভ ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকলে ইন্সটলেশনের কাজটা সহজ হয়।
  • অ্যানিমেশন এবং ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হয়। 
  • কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারে পারদর্শিতা থাকা প্রজেকশন ম্যাপিং শেখার প্রক্রিয়া অনেকটাই সহজ করে দেয়।  

এখানে বাজারে প্রচলিত বেশ কিছু সেরা প্রজেকশন ম্যাপিং সফটওয়্যারের নাম দেয়া আছে। 

প্রজেকশন ম্যাপিং শব্দটা মোটামুটিভাবে নতুন হলেও এর শুরু’টা বেশ অনেকদিন আগে। ১৯৬৯ সালে কল্পনার সাম্রাজ্য বলে পরিচিত ডিজনিল্যান্ডে শুরু হয় Haunted Mansion দিয়ে, যা শুরুর সময় পরিচিত ছিলো ম্যাডাম লয়েটা এফেক্ট হিসেবে।  বিগত দুই দশক ধরে বিশেষায়িত মিউজিয়াম হিসেবে ব্যবহার করা হয়ে থাকলেও  বর্তমানে বিশ্বের প্রতিটি ট্যুরিস্ট আকর্ষণের কোনও না কোনও পর্যায়ে ব্যবহৃত হচ্ছে এই প্রযুক্তি। সিডনি অপেরা হাউজ বা মিশরের পিরামিডের মত ট্যুরিস্টভিত্তিক উপার্জনের একটা অংশ হিসেবে প্রথম দিকে বিশেষ আয়োজন হিসেবে পরিবেশোনা হলেও এরকম অনেক ইন্সটলেশনই পরবর্তীতে বছরব্যাপী পার্মানেন্ট হয়ে যায়, যেখানে সেগুলো সারা বছরের জন্যই চমকপ্রদ আকর্ষণ হিসেবে গণ্য হয়, বিশেষ বিশেষ দিনে দেখানো হয় থীম ভিত্ত্বিক শো! 

বিশ্ব এগিয়ে যাচ্ছে চিন্তার চাইতেও দ্রুতগতিতে। ডিজিটাল লার্নিং, আইডিয়া শেয়ারিং এবং কলাবরেশনের স্বর্ণযুগ চলছে। বাংলাদেশে অবস্থিত যে কোনও পেশার, যে কোনও বয়সের কারোর যদি প্রজেকশন ম্যাপিং এর ব্যাপারে জানতে আগ্রহ জাগে, এই দেশে গত দশক ধরে ঘটে যাওয়া (হয়তো চোখে আদৌ না পড়া) প্রোজেকশন ম্যাপিং-এর নীরব বিপ্লব সম্পর্কে জানতে চাইলে এখানে ক্লিক করুন।

বাংলাদেশে অবস্থানরত এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা মানুষের কমিউনিটিতে যোগ দিতে এবং ইন্ডস্ট্রি  প্রফেশনালদের সাথে হাতে কলমে ম্যাপিং শিখে তাঁদের দলে যোগ দিতে এখানে ক্লিক করুন।লাইভ ডিজিটাল ভিজুয়াল মিডিয়া এর শিল্প ও টেকনোলজি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিউনিটি’তে যোগ দিতে চাইলে এখানে ক্লিক করুন।

This video is a part of a forthcoming workshop series. For more- https://www.facebook.com/groups/wearevjbd বাজারে প্রচলিত বেশ কিছু সেরা প্রজেকশন ম্যাপিং সফটওয়্যারের নাম- https://projection-mapping.org/software এই দেশে গত দশক ধরে ঘটে যাওয়া প্রোজেকশন ম্যাপিং-এর সম্পর্কে জানতে চাইলে – https://www.youtube.com/playlist?list=PLqF_2M_c6J81R3DPIKB0wGyxu-tUav6_X একই সেট-আপ’এ একটি মজার শো- https://youtu.be/ycXGPVmA4OM বাংলাদেশে অবস্থানরত এই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করা মানুষের কমিউনিটিতে যোগ দিতে এবং ইন্ডস্ট্রি প্রফেশনালদের সাথে হাতে কলমে ম্যাপিং শিখে তাঁদের দলে যোগ দিতে – https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfW_hcwfSDVhX0VMb-e9NynJX3LIqeeNcKR0RBlhwSrLniqYw/viewform জুনায়েদ সাব্বির আহমেদ www.zunayed.com #3D #3Dmapping #Projection #Mapping #ProjectionMapping #3DProjectionMapping #LED #Pixel #Visual #Live #DMX #ArtNET #Art #music #culture #experience #production #light #design #Lightdesign #showdesign #show #synchronized #smpte #automated #virtual #mix #reality #mixreality #virtualproduction #simulation #unity #unityengine #engine #unreal #unrealengine #interactive #dance #danceproduction #interactivedance #vj #video #jockey #videojockey #streaming #social #media #socialmedia #livestream #simulcast #augmented #reality #stereoscopic #emersive #b2b #consultancy #pitch #content

Contact Me - Zunayed Sabbir Ahmed